হার্টবিট ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নার্সিং অনুষদের অধীনে চার বছর মেয়াদি ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গত ২ সেপ্টেম্বর এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ডা. মো. রসুল আমিন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তি অনুযায়ী,
প্রবেশপত্র প্রিন্ট করার তারিখ: ১৮ সেপ্টেম্বর (রোববার) সন্ধ্যা ছয়টা থেকে ২৬ সেপ্টেম্বর সকাল ৯টা পর্যন্ত।
লিখিত পরীক্ষার সময় ও স্থান: ২৬ সেপ্টেম্বর (রোববার) সকাল ১০টা, বিএসএমএমইউ ক্যাম্পাস।
ফল প্রকাশ: ২৬ সেপ্টেম্বর আনুমানিক বিকাল ৫টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (wwww.bsmmu.edu.bd) প্রকাশিত হবে।
মৌখিক পরীক্ষার তারিখ: আগামী ২৮ সেপ্টেম্বর সকাল ৯টায় পরীবাগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে গ্রাজুয়েট নার্সিং বিভাগে অনুষ্ঠিত হবে।
প্রাথমিক নির্বাচিত প্রার্থীদের তালিকা ৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (wwww.bsmmu.edu.bd) প্রকাশিত হবে।
মেডিকেল পরীক্ষার তারিখ ও স্থান: ১০ অক্টোবর সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস, ব্লক-বি, তৃতীয়তলায় ২৩০ নম্বর কক্ষ।
Discussion about this post