হার্টবিট ডেস্ক
ডাক্তারের সংখ্যার তিনগুণ নার্স বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে অনুষ্ঠিত কম্প্রেহেনসিভ (লাইসেন্সিং/প্রি-রেজিস্ট্রেশন) পরীক্ষায় তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
জাহিদ মালেক বলেন, আমাদের দেশে নার্সের সংখ্যা তুলনামূলকভাবে কম। নিয়ম হচ্ছে একজন ডাক্তার থাকলে তিনজন নার্স থাকতে হবে। সরকারিভাবে এখনো ডাক্তার এবং নার্সের সংখ্যা প্রায় সমান। আগে নার্সের সংখ্যা কম ছিল। প্রধানমন্ত্রী অনুমোদন দেওয়ায় আমরা নার্সের সংখ্যা বাড়িয়েছি।
নার্সদের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, স্বাস্থ্যসেবায় নার্সদের ভূমিকা অনন্য। ডাক্তার রোগী দেখে চলে যান, পরবর্তীতে নার্সরাই রোগীদের দেখাশোনা, ওষুধ-পত্র দিয়ে সেবা-শুশ্রূষা করেন। কাজেই চিকিৎসায় নার্সদের বড় ভূমিকা রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমাদের দেশে এখন লাইসেন্স প্রাপ্ত নার্সের সংখ্যা ৭০ হাজার। তারা বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। পর্যায়ক্রমে ডাক্তারের তিনগুণ নার্স বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, এটাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা। আমরা সেই নীতিমালা রক্ষায় কাজ করে যাচ্ছি।
Discussion about this post