হার্টবিট ডেস্ক
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে ফরিদপুরে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে পরিচিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছেন।
এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের আরটি–পিসিআর ল্যাবে ২২০ জনের নমুনা পরীক্ষায় ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে ১৭ জনের নমুনা পরীক্ষায় ২ জন শনাক্ত হয়েছেন। অর্থাৎ জেলায় গত ২৪ ঘণ্টায় মোট ২৩৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২১ দশমিক ৫১।
আরটি–পিসিআর ল্যাবের তথ্য অনুযায়ী, নতুন শনাক্ত ৪৯ জনের মধ্যে ফরিদপুর সদরে সর্বোচ্চ ১৭ জন, ভাঙ্গায় ১৬ জন, নগরকান্দায় ৩ জন, মধুখালীতে ১০ জন এবং সদরপুর, সালথা ও বোয়ালমারীতে ১ জন করে আছেন।
এ নিয়ে আরটি–পিসিআর ল্যাবের মাধ্যমে ফরিদপুরে মোট ২০ হাজার ৮৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই ফরিদপুর জেলার বাসিন্দা।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, এ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগী সংখ্যা ৮৬। এর মধ্যে করোনা শনাক্ত রোগী আছেন ৬১ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ জন ভর্তি হয়েছেন। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়ে মারা গেছেন ৫০৪ জন।
Discussion about this post