হার্টবিট ডেস্ক
ময়মনসিংহে করোনা সংক্রমণ কমে আসছে। পাশাপাশি কমছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে করোনা ও উপসর্গ নিয়ে আরও পাঁচ জন মারা গেছেন। করোনায় একজন ও উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু হয়েছে।
করোনায় মারা যাওয়া ব্যক্তি ময়মনসিংহের বাসিন্দা। এছাড়া উপসর্গ নিয়ে ময়মনসিংহের তিন ও নেত্রকোনার একজন রোগী মারা গেছেন।
হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ২১ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৪৯ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে আইসিউতে ৯ জন চিকিৎসাধীন। এছাড়া সুস্থ হয়ে ১৬ জন রোগী হাসপাতাল ছেড়েছেন।
সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৬৭৯ টি নমুনা পরীক্ষায় ৪৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭ দশমিক ২১ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ২৬১ জন এবং সুস্থ হয়েছেন ১৯ হাজার ৩২২ জন।
Discussion about this post