হার্টবিট ডেস্ক
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা আগের দিনের তুলনায় আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু হয়েছে ১০ হাজার ৫৫৭ জন মানুষের।
যা আগের দিনের তুলনায় ১৮০ জন বেশি। এর ফলে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ লাখ ৫৭ হাজার ৩০৭ জনে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের পরিসংখ্যান থেকে এসব তথ্য পাওয়া গেছে।
২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬ লাখ ৭৫ হাজার ৬৩২ জন। এতে বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২১ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১ জন। তবে আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় সাড়ে তিন হাজার।
করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪ কোটি ৫ লাখ ১৩ হাজার ১৮ জন। মৃত্যু বরণ করেছে ৬ লাখ ৬২ হাজার ৮৫৩ জন। দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো। আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তবে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়।
Discussion about this post