হার্টবিট ডেস্ক
বায়ুদূষণের কারণে গড়ে সাড়ে পাঁচ বছর আয়ু কমছে বাংলাদেশিদের। ওই সূচকে টানা তিন বছরের মতো সবচেয়ে দূষিত শহরের তালিকায় আছে দিল্লি। তাতে বলা হয়, বায়ুদূষণে ভারতীয়দের ৪০ শতাংশেরই ৯ বছর করে আয়ু কমবে।যুক্তরাষ্ট্রের শিকাগোভিত্তিক এনার্জি পলিসি ইনস্টিটিউট (ইপিআইসি) প্রকাশিত এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স (একিউএলআই) জানালো এ তথ্য।
একিউএলআই আরও জানিয়েছে, সামগ্রিকভাবে বায়ুদূষণ কমানো গেলে বিশ্বের সবার গড় আয়ু অন্তত দুই বছর বেড়ে যাবে (৭২ থেকে ৭৪ হবে)। এ গবেষণায় চীনের উদাহরণ দিয়ে বলা হয়েছে, ২০১১ সাল থেকে দেশটিতে বায়ুদূষণ কমছে। এর ফলও পেতে শুরু করেছে চীনারা। সেখানকার গড় আয়ু প্রায় ২ দশমিক ৬ বছর বেড়েছে।
বাতাসে বিষাক্ত কণার (পার্টিকুলেট ম্যাটার) (পিএম ২.৫)-এর উপস্থিতি পরিমাপ করেই এ গবেষণা চালানো হয়েছে। এ কণা তৈরি হয় মূলত গাড়ির ধোঁয়া জীবাশ্ম জ্বালানি থেকে। বাতাসে এর পরিমাণ কমানো গেলেই বাড়ানো যাবে গড় আয়ু, কমানো যাবে বায়ুদূষণজনিত রোগবালাই। সূত্র: রয়টার্স
Discussion about this post