হার্টবিট ডেস্ক
ভ্রাম্যমাণ আদালত খুলনার বটিয়াঘাটার আজিম উদ্দিন খান (২৭) নামের এক ভুয়া চিকিৎসককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) র্যাব-৬ এর অভিযানে তাকে আটকের পর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব মাহমুদ পাশা এ কারাদণ্ড দেন।
র্যাব-৬ খুলনা সূত্রে জানা যায়, জেলার বটিয়াঘাটা উপজেলার বাইনতলা বাজার এলাকার আজিম উদ্দিন খান (২৭) বেসরকারি প্রতিষ্ঠান থেকে ‘মেডিকেল সহকারী’ পদে উত্তীর্ণ হলেও নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে প্রতারণা করছিলেন। অনুমোদনহীন এলোপ্যাথিক চিকিৎসা দেওয়ার দায়ে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ এর ২২ (২) ধারায় তাকে এ সাজা দেওয়া হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
এছাড়া হোমিও চিকিৎসায় জড়িত গাজী হোমিও কেয়ার সেন্টারের মালিক শফিউল্লাহ গাজীকে (৩২) ‘ডাক্তার’ পদবি ব্যবহার করায় ২০ হাজার টাকা ও আরিফ মেডিকেল হল ফার্মেসির মালিক আরিফ হোসেনকে (৫০) ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তারা তাৎক্ষণিক জরিমানা পরিশোধ করেন।
Discussion about this post