হার্টবিট ডেস্ক
বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাস আক্রান্তদের স্বাস্থ্য সেবা নিশ্চিতে আগামী সপ্তাহের মধ্যে আরও সাড়ে চার হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া।
বুধবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে আসা ১০ লাখ ফাইজারের টিকা গ্রহণের পর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
স্বাস্থ্যসচিব বলেন, আগামী সপ্তাহের মধ্যে চার হাজার চিকিৎসক ও ৪০৯ বিশেষজ্ঞ চিকিৎসকের (জুনিয়র কনসালট্যান্ট ও অ্যানেসথেসিওলজি) নিয়োগ চূড়ান্ত করা হবে। এই চিকিৎসক নিয়োগ হলে চিকিৎসকদের ওপর চাপ কিছুটা হলেও কমে আসবে।
লোকমান হোসেন বলেন, সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে আরও ৫০ লাখ ডোজ ফাইজারের টিকা আসবে। সেপ্টেম্বরের মধ্যে নতুন আড়াই কোটি মানুষকে টিকা প্রদানের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। সবকিছু অনুকূলে থাকলে ডিসেম্বরের মধ্যে দেশের নয় কোটি মানুষকে করোনার টিকা দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেন, করোনা মহামারি মোকাবিলায় আমেরিকা সবসময় বাংলাদেশের পক্ষে থাকবে।
Discussion about this post