হার্টবিট ডেস্ক
করোনার দ্বিতীয় ঢেউয়ের পর প্রথমবারের মতো ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা শনাক্ত কোনও রোগীর মৃত্যু হয়নি। তবে ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে তিন জন মারা গেছেন। মৃতদের মধ্যে নেত্রকোনার দুই এবং শেরপুরের একজন রোগী রয়েছেন।
এ নিয়ে গত এক মাসে ময়মনসিংহ মেডিক্যালে করোনা ও উপসর্গে ৪১৯ জন মারা গেছেন। এরআগে, জুলাই মাসে করোনা ও উপসর্গে ৪৮২ জনের মৃত্যু হয়েছিল।
হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে এসব তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন, করোনা ইউনিটে নতুন করে ১৩ জন ভর্তিসহ হাসপাতালে ১৪৭ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে আইসিউতে ১০ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ রোগী।
এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৬৮ টি নমুনা পরীক্ষায় ১১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১০ দশমিক ৯৫ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট শনাক্ত রোগী ২১ হাজার ২১২ জন এবং সুস্থ হয়েছেন ১৯ হাজার ২৪৮ জন।
Discussion about this post