হার্টবিট ডেস্ক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭৯ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ২৭৪ জনে। এ সময় আরও তিন হাজার ৬২ জনের দেহে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। এতে শনাক্তের হার গত কয়েক মাসে সর্বনিম্ন ১০ দশমিত ১১ ভাগ।
আজ বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৭৯১টি করোনা পরীক্ষাগারে ২৯ হাজার ৬১৩টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে আগের কিছুসহ মোট ৩০ হাজার ২৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ লাখ ৫৮ হাজার ৬৩৯টি। পরীক্ষায় আরও তিন হাজার ৬২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছেন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৩ হাজার ৬৮০ জনে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একদিনে মৃত ৭৯ জনের মধ্যে পুরুষ ৪৩ জন ও নারী ৩৬ জন। তাঁদের মধ্যে ৬১ জন সরকারি, ১৫ জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবং তিনজন বাড়িতে মৃত্যুবরণ করেছেন। মৃতদের মধ্যে এখন পর্যন্ত মোট ১৭ হাজার ৩০ জন পুরুষ (৬৪.৮২ ভাগ) ও নয় হাজার ২৪৪ জন নারী (৩৫.১৮ ভাগ) রয়েছেন।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও পাঁচ হাজার ৯৯৯ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৩১ হাজার ৯৮৪ জনে।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শতকরা ১০ দশমিক ১১ ভাগ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৭৮ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ২৩ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৭৫ ভাগ।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে বিশোর্ধ্ব তিনজন, ত্রিশোর্ধ্ব পাঁচজন, চল্লিশোর্ধ্ব আটজন, পঞ্চাশোর্ধ্ব ১৫ জন এবং ষাটোর্ধ্ব ৪৮ জন রয়েছেন। মৃতদের মধ্যে ঢাকায় ২৮ জন, চট্টগ্রামে ২৩ জন, রাজশাহীতে চারজন, খুলনায় তিনজন, বরিশালে তিনজন, সিলেটে আটজন, রংপুরে দুইজন ও ময়মনসিংহে তিনজন রয়েছেন।
Discussion about this post