হার্টবিট ডেস্ক
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের জন্য নির্মাণ হচ্ছে নারী-শিশু ও প্রতিবন্ধীদের উপযোগী বেশ কয়েকটি টয়লেট। এ হাসপাতালটিতে নারী-শিশু ও প্রতিবন্ধী রোগীরা বহির্বিভাগে চিকিৎসা নিতে এসে যেন টয়লেটের কারণে কোনও সমস্যায় না পড়ে হয় সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ভুক্তভোগীরা বলছেন, বহির্বিভাগের রোগীদের জন্য বাইরের দিকে যে টয়লেট রয়েছে, সেখানে লেগে থাকে বিশাল লাইন। এ কারণে তারা হাসপাতালের ভেতরে ওয়ার্ডের টয়লেটগুলোতে ভিড় জমায়। এর ফলে বহিরাগত লোকজনের সমাগম বেড়ে সৃষ্টি হয় আরেক জটিলতা।
হাসপাতালের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আশরাফুল আলম বলেন, আমাদের হাসপাতালের বহির্বিভাগে সকাল নয়টা থেকে দুপুর দুটা পর্যন্ত রাজধানীসহ বাংলাদেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে প্রতিনিয়ত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসেন। নারী-শিশু ও প্রতিবন্ধীসহ ১৫শ’ থেকে ২ হাজার রোগী আসেন।
আর এসব রোগীদের সঙ্গে এক থেকে দুজন করে স্বজন আসেন। দীর্ঘ সময় লাইনে থেকে তারা চিকিৎসা নেন। সে সময় অনেকের টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়। আমাদের এখানে রোগীর তুলনায় টয়লেট ছিল খুবই কম। যা নিয়ে অনেকেরই সমস্যা হয়। এসব চিন্তা করে আমরা আরও বেশ কয়েকটি টয়লেট নির্মাণের ব্যবস্থা নিয়েছি। হয়তো আগামী সপ্তাহের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে। এতে করে রোগী ও তাদের স্বজনদের এ সমস্যা থাকবে না।
Discussion about this post