হার্টবিট ডেস্ক
দেশে এ পর্যন্ত টিকা এসেছে মোট ৩ কোটি ৮৯ লাখ ১৩ হাজার ৭৩০ ডোজ। এর মধ্যে ২ কোটি ৬৮ লাখ ৮৫ হাজার ২৭১ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ, এই মুহূর্তে টিকা মজুত আছে এক কোটি ২০ লাখ ২৮ হাজার ৪৫৯ ডোজ।
এখনও পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৮৬ লাখ ৭৬ হাজার ৮৯২ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮২ লাখ ৮ হাজার ৩৭৯ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন। বুধবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যমতে, বুধবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ পেয়েছেন ৭৪ হাজার ৭৮৩ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮ হাজার ৪৬৩ জন। এ পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হয়েছে মোট ১ কোটি ১২ লাখ ৭৩ হাজার ২৭৬ ডোজ।
পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬২৩ জনকে এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২১ জন। আর এ পর্যন্ত ফাইজারের টিকা দেওয়া হয়েছে মোট ৯৭ হাজার ৮০৮ ডোজ।
এ পর্যন্ত সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হয়েছে মোট ১ কোটি ২১ লাখ ৪৭ হাজার ৫৮৭ ডোজ। এর মধ্যে আজ প্রথম ডোজ নিয়েছেন এক লাখ ১১ হাজার ৭৩৫ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮১ হাজার ৭৩৪ জন।
মডার্নার টিকা এখনও পর্যন্ত দেওয়া হয়েছে মোট ৩৩ লাখ ৬৬ হাজার ৬০০ ডোজ। এর মধ্যে আজ প্রথম ডোজ দেওয়া হয়েছে ৯ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৭২ হাজার ৬৯২ জনকে।
এদিকে গত ৩১ আগস্ট পর্যন্ত সারাদেশে টিকার জন্য নিবন্ধন করেছেন ৩ কোটি ৮৩ লাখ ৫০ হাজার ২২৩ জন।
Discussion about this post