হার্টবিট ডেস্ক
প্রাণঘাতী করোনা প্রতিরোধে সরকারের টিকা কার্যক্রমে রাজধানীসহ সারাদেশের সাথে সম্মিলিতভাবে কাজ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
প্রায় ১৫ হাজার প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক এই কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করছেন। প্রস্তুত আছেন আরও ২৮ হাজার।
চলতি বছরের ২৭শে জানুয়ারি দেশে করোনা প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। এ কর্মসূচি শুরুর আগেই সরকারের গাইডলাইন অনুযায়ী প্রশিক্ষণ দেয়া হয় রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকদের। ধাপে ধাপে প্রশিক্ষণ দিয়ে সোসাইটির পনের হাজার স্বেচ্ছাসেবক এখন করোনা প্রতিরোধে সরকারের টিকাদান কর্মসূচিতে কাজ করছেন রাজধানীসহ সারাদেশে।
প্রশিক্ষণ দিয়ে এরইমধ্যে আরও স্বেচ্ছাসেবক প্রস্তুত করা হয়েছে।
রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগ পরিচালক ইমাম জাফর সিকদার বলেন, ডিজিএইচএস’র চাহিদা অনুযায়ি এবং স্থানীয় সিভিল সার্জনের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে যখন যেখানে তারা স্বেচ্ছাসেবক চাইবে সেটা দেয়ার যেমন আমাদের সক্ষমতা আছে এবং তাদেরকে আমরা প্রস্তুতও রেখেছি।
প্রয়োজনীয়তা ও সরকারের চাহিদায় আগামীতে স্বেচ্ছাসেবকদের সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে জানান সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এ টি এম আবদুল ওয়াহহাব। তিনি বলেন, আমাদের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রায় ১৫ হাজার স্বেচ্ছাসেবক টিকাদান কর্মসূচিতে নিয়োজিত আছে। আমাদের আরও ২৮ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত আছে, তাদেরকেও কাযে লাগানো যেতে পারে।
শুধু টিকাদান কর্মসুচি নয়, করোনা প্রতিরোধ কার্যক্রমকে গতিশীল করতে বিদেশি অর্থায়নে সারাদেশে এরইমধ্যে ৬৪০টি অক্সিজেন সিলেন্ডারসহ বিভিন্ন চিকিৎসা সেবা সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
Discussion about this post