হার্টবিট ডেস্ক
চীন থেকে সরকারিভাবে কেনা সিনোফার্মের আরও প্রায় ৫৬ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে। মঙ্গলবার দিনগত মধ্যরাতে ৫৫ লাখ ৯৩ হাজার ৬৫০ ডোজ টিকার চালান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে।
স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (এমএমসি অ্যান্ড এএইচ) এবং কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হকসহ স্বাস্থ্য অধিদপ্তরের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা বিমানবন্দর থেকে টিকার চালান বুঝে নেন।
ডা. শামসুল হক জানান, সরকারিভাবে ক্রয়চুক্তির আওতায় ৫৫ লাখ ৯৩ হাজার ৬৫০ ডোজ টিকা এসেছে। টিকাগুলো এয়ারপোর্ট থেকে ফ্রিজারভ্যানে করে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের টিকা সংরক্ষণাগারে নেয়া হয়েছে।
এর আগে চীন থেকে ২০ লাখ করোনাভাইরাসের টিকা দেশে আসছে বলে জানিয়েছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান।
গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি পাঁচ লাখ টিকা উপহার হিসেবে বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ছয় লাখ উপহারের টিকা আসে। সবশেষ ১৩ আগস্ট সিনোফার্ম থেকে আরও ১০ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে পাঠায় চীন। অর্থাৎ বাংলাদেশকে ২১ লাখ সিনোফার্মের টিকা উপহার দেয় চীন।
এছাড়া কোভ্যাক্সের আওতায় তিন চালানে সিনোফার্ম থেকে দেশে এসেছে ৩৪ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা। আর সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের কেনা ৭০ লাখ ডোজ টিকার সঙ্গে সোমবার দিবাগত রাতে ঢাকায় এলো আরও ৫৬ লাখ ডোজ সিনোফার্মের টিকা। সব মিলিয়ে এখন পর্যন্ত চীন থেকে সিনোফার্মের ১ কোটি ৮১ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা দেশে এসেছে।
Discussion about this post