হার্টবিট ডেস্ক
বিশ্বে প্রায় সাড়ে ৭ হাজার মানুষ গত ২৪ ঘণ্টায় মারা গেছেন। করোনা শনাক্ত হয়েছে আরো সাড়ে ৪ লাখের বেশি মানুষের। একদিনে বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু কমেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, সোমবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫ লাখ ১৪ হাজার ৮৬১ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২১ কোটি ৭২ লাখ ২ হাজার ৪৪৮ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৯ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৯৬ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৪২৫ জন। এর আগের দিন করোনায় মারা যান ৮ হাজার ৬৬৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৫১ হাজার ৪৭৪ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৫ লাখ ৪১ হাজার ৭৮৭ জনের।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৯৬ লাখ ৬৫ হাজার ৫১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ৫৪ হাজার ৬৮৯ জন মানুষ মারা গেছেন।
এছাড়া ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২৭ লাখ ৩৭ হাজার ৫৬৯ জনের। মারা গেছেন ৪ লাখ ৩৮ হাজার ৩৮৭ জন।
বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ হাজার ১৫ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৪ লাখ ৯৩ হাজার ৫৩৭ জন। আর সুস্থ হয়েছেন ১৪ লাখ ১৫ হাজার ৬৯৭ জন।
Discussion about this post