হার্টবিট ডেস্ক
দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর হার কমে গেলেও স্বস্তির অবকাশ নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজিত ভার্চ্যুয়াল স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. রোবদ আমিন এ কথা বলেন।
তিনি বলেন, আগের চেয়ে তুলনামূলক এখন দেশে সংক্রমণ ও মৃত্যু কমে এসেছে। তবে এখনও বিষয়টি স্বস্তির না। কোভিড-১৯ এর স্টেবল ট্রান্সমিশন যদি বলি, তাহলে পাঁচ শতাংশের নিচে নিয়ে আসতে হবে। এখনো আমাদের সংক্রমণের হার ১৩ শতাংশের বেশি।
এই পাঁচ শতাংশে চলে আসার পরও যে একটি দেশ কোভিড-১৯ থেকে মুক্ত হয়ে যাবে তা বলা যাবে না। একটা সময় আসতে হবে, যখন আমরা বলতে পারবো ২৪ ঘণ্টায় কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। কোনো মৃত্যু হয়নি। এই অবস্থা যদি আমরা দুই থেকে তিন সপ্তাহ টানা রাখতে পারি, তখন আমরা বলতে পারবো কোভিড-১৯ সম্পূর্ণ রূপে নিয়ন্ত্রণ করতে আমরা সক্ষম হয়েছি।
সংক্রমণ আবারও বাড়বে কি না এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের এই মুখপাত্র বলেন, এটা বলা খুবই কঠিন। যে ইনফেকশান হচ্ছে এটি আনপ্রেডিকটেবল একটি ভাইরাস। এটার অনেক ধরনের ভ্যারিয়েন্ট আছে। বাংলাদেশ কিন্তু ইতিমধ্যে সবগুলো ভ্যারিয়েন্ট দেখে ফেলেছে। আমরা যদি স্বাস্থ্যবিধিগুলো মেনে চলি, তাহলে যে কোনো ভ্যারিয়েন্ট আসুক না কেন সংক্রমণ বৃদ্ধির সম্ভাবনা কম থাকবে।
দীর্ঘদিন আগে নিবন্ধন করেও ভ্যাকসিনের জন্য এসএমএস না পাওয়ার অভিযোগের প্রেক্ষিতে রোবেদ আমিন বলেন, টিকা যেন সঠিক সময়ে সঠিক জনগোষ্ঠীকে দেওয়া হয়, এটাতে আমরা গুরুত্ব দিচ্ছি। এসএমএসগুলো বয়স বিবেচনায় দেওয়া হচ্ছে, এক্ষেত্রে তরুণদের এসএমএস পেতে কিছুটা দেরি হতে পারে। তবে, বয়স্কদের টিকা প্রাপ্তিতে সবাইকেই সচেতন হতে হবে।
টিকা কার্যক্রমে গতি আনার কোনো পরিকল্পনা আছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, টিকা প্রয়োগে গতি আনতে গেলে আমাদের খেয়াল রাখতে হবে টিকা প্রাপ্তির বিষয়টা। সারা বিশ্বেই স্বল্পতা আছে, উন্নত দেশগুলো নিজস্ব মাধ্যমে টিকার ব্যবস্থা করছে। তাই তারা এগিয়ে গেছে। আমরাও চেষ্টা করছি। টিকা পেতে কোভ্যাক্সসহ সম্ভাব্য সবার সঙ্গেই যোগাযোগ রয়েছে। আমরা যদি টিকা পাই, তাহলে দ্রুতই দিয়ে দেব। আমরা কিন্তু একদিনে অসংখ্য মানুষকে টিকা দিয়ে সক্ষমতা যাচাই করেছি। পর্যাপ্ত টিকা পেলে আমরা আবারও ব্যপকহারে টিকা কার্যক্রম শুরু করব।
Discussion about this post