হার্টবিট ডেস্ক
আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন নিউরোসার্জন চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. এলএ কাদেরী আর নেই। আজ রোববার (২৯ আগস্ট) সকালে সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের বেসরকারি হাসপাতালের (সিএসসিআর) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
জন্ম
অধ্যাপক ডা. এলএ কাদেরী ১৯৪১ সালের ১ অক্টোবর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। এ শহরেই তাঁর প্রাথমিক শিক্ষা শুরু হয়।
শিক্ষাজীবন
১৯৫৭ সালে ঢাকা শিক্ষাবোর্ড থেকে কৃতিত্বের সাথে ম্যাট্রিকুলেশন, ১৯৫৯ সালে আইএসসি পাস করে চট্টগ্রাম মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি হন। ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এমবিবিএস পরীক্ষায় সারাদেশে স্বর্ণপদকসহ প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন।
এরপর ১৯৬৫ সালের ১ জানুয়ারি থেকে ১৯৬৮ সালের ২৯ এপ্রিল পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হাউস সার্জন, সিনিয়র হাউস সার্জন ও ইমারজেন্সি মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
উচ্চশিক্ষা
১৯৬৮ সালে চিকিৎসা বিজ্ঞানের উচ্চতর শিক্ষার জন্য লন্ডনে যান ডা এলএ কাদেরী। সেখানে তিনি ১৯৬৮ সালে ডিপ্লোমা ইন ভেনারিওলজি, ১৯৭১ সালে নিওরোসার্জারিতে মধ্যে কৃতিত্বের সাথে এফআরসিএস এবং ১৯৭৭ সালে মাইক্রোসার্জারির ডিগ্রি অর্জন করেন।
১৯৭৮ সালে অধ্যাপক ডা. এলএ কাদেরী তৎকালীন সরকারের আহ্বানে সাড়া দিয়ে দেশে ফিরে আসেন। তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী, পরবর্তীতে দেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. বদরুজদোজা চৌধুরী ঢাকার নিউরোসার্জারি বিভাগে যোগ দিতে বলেন। এ সময় ডা. এলএ কাদেরী স্বাস্থ্যমন্ত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিউরোসার্জারী বিভাগ খোলার সুযোগ দিতে অনুরোধ জানান।
এর পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিউরোসার্জারি বিভাগ খোলা হয়। অধ্যাপক কাদেরী শুরু থেকে অবসর গ্রহণের আগ পর্যন্ত এই বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ইউএসটিসি’র প্রো-ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করেন।
Discussion about this post