হার্টবিট ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ডেন্টাল কলেজগুলোর ফেব্রুয়ারি ২০২১ শিক্ষাবর্ষের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চূড়ান্ত বর্ষের লিখিত পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। আজ রোববার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হযয়েছে।
আগামী ২৮ অক্টোবর থেকে শুরু হওয়া এসব পরীক্ষা চলবে ৮ নভেম্বর পর্যন্ত।
এতে বলা হয়, ঢাবি অধিভুক্ত ডেন্টাল কলেজগুলোর ফেব্রুয়ারি ২০২১ সেশনের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চূড়ান্ত বর্ষের লিখিত পরীক্ষা আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে। এসব ২৮ থেকে শুরু হয়ে ৮ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এর মধ্যে প্রথমবর্ষের লিখিত পরীক্ষা ১ থেকে ৮ নভেম্বর, দ্বিতীয় বর্ষের ২৮ অক্টোবর থেকে ৪ নভেম্বর, তৃতীয় বর্ষের লিখিত পরীক্ষা ১ থেকে ৮ নভেম্বর এবং চূড়ান্ত বর্ষের পরীক্ষা ২৮ অক্টোবর থেকে ৭ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়াও তাদের ব্যবহারিক পরীক্ষা ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।
সকল পরীক্ষা নিজ নিজ ডেন্টাল কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে বলেও রুটিনে উল্লেখ করা হয়েছে।
Discussion about this post