হার্টবিট ডেস্ক
করোনাভাইরাসের সংক্রমণ রোধে কোভ্যাক্স সুবিধার আওতায় বাংলাদেশকে দেওয়া জাপানের উপহারের টিকার পঞ্চম ও শেষ চালান ঢাকায় পৌঁছেছে। এ চালানে ৬ লাখ ৩৪ হাজার ৯২০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা রয়েছে।
শনিবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে টিকা বহনকারী ক্যাথে প্যাসিফিকের একটি ফ্লাইট রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক।
তিনি বলেন, পঞ্চম চালানে জাপান সরকারের ৬ লাখ ৩৪ হাজার ৯২০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা ঢাকায় পৌঁছেছে। ৭টা ২৫ মিনিটে টিকা বহনকারী ফ্লাইটটি ঢাকায় এসে পৌঁছায়।
শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যায় টোকিও বাংলাদেশ দূতাবাস জানায়, জাপানের উপহার দেওয়া অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার উদ্ভাবিত টিকার পঞ্চম ও শেষ চালান ঢাকার পথে রয়েছে। এই চালানে রয়েছে ৬ লাখ ৩৪ হাজার ৯২০ ডোজ করোনার টিকা। টিকার এই চালানটি ক্যাথেই প্যাসিফিক ফ্লাইটে শনিবার ঢাকার হযরত শাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
এর আগে জাপান থেকে কোভ্যাক্সের আওতায় গত ২০ আগস্ট ৭ লাখ ৮১ হাজার টিকার চতুর্থ চালান আসে। ২ আগস্ট আসে ৬ লাখ ১৬ হাজার ৭৮০ টিকার তৃতীয় চালান। ৩১ জুলাই আসে ৭ লাখ ৮১ হাজার ৩২০ টিকার দ্বিতীয় চালান। আর গত ২৪ জুলাই আসে ২ লাখ ৪৫ হাজার ২০০ টিকার প্রথম চালান।
প্রসঙ্গত, জাপান বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেওয়ার ঘোষণা দেয়। আজ সন্ধ্যায় শেষ দফায় এই টিকার চালান এসেছে।
Discussion about this post