হার্টবিট ডেস্ক
মহামারী করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় ভারত সরকারের উপহারের আরও ৪০টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স দেশে পৌঁছেছে। এটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপহারের তৃতীয় চালান।
আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে বেনাপোল বন্দর দিয়ে অ্যাম্বুলেন্সগুলো বাংলাদেশে প্রবেশ করেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মো. আজিজুর রহমান।
তিনি জানান, ঢাকার ভারতীয় হাইকমিশনের নামে ৪০টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে প্রবেশে করেছে। ভারতের পেট্রাপোল বন্দরের ছাড়পত্র পাওয়ার পর অ্যাম্বুলেন্সগুলো সকাল সাড়ে ৯টায় বেনাপোল বন্দরে প্রবেশ করে। অ্যাম্বুলেন্সগুলো বর্তমানে বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে রাখা হয়েছে।
উপহারের অ্যাম্বুলেন্সগুলো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে উত্তরা মোটর লিমিটেড। কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে আজকেই অ্যাম্বুলেন্সগুলো ঢাকার উদ্দেশে রওনা দেবে বলে উত্তরা মোটর সূত্রে জানা গেছে।
এর আগে গত ২১ মার্চ প্রথম চালানে একটি, ৭ আগস্ট দ্বিতীয় চালানে ৩০টি এবং আজ তৃতীয় চালানে ৪০টি অ্যাম্বুলেন্স দেশে পৌঁছেছে। ফলে মোট ১০৯টি অ্যাম্বুলেন্সে ৭১টি দেশে এসেছে। বাকি অ্যাম্বুলেন্সগুলো আগামী মাসে পর্যায়ক্রমে দেশে আসার কথা রয়েছে।
প্রসঙ্গত, করোনাকালে বাংলাদেশ সফরে এসে মহামারী মোকাবিলার যৌথ প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।এর অংশ মোট ৭১টি অ্যাম্বুলেন্স দেশে এসেছে।
Discussion about this post