হার্টবিট ডেস্ক
গত কয়েকদিন ধরে সংক্রমণ কমেছে চট্টগ্রামে। সাথে কমেছে হাসপাতালগুলোতে রোগীর চাপও।
চিকিৎসকরা বলছেন, স্বাস্থ্য সচেতনতাই পারে এই সংক্রমণের হার আরও নিচে নামিয়ে আনতে।
এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩০৬ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে, যা নমুনা পরীক্ষার তুলনায় ১৭ দশমিক ২২ শতাংশ।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৭৭৭টি নমুনা পরীক্ষা করা হয়। এদিন শনাক্ত হওয়া ১৬৬ জন মহানগর এলাকায় এবং ১৪০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এছাড়া এদিন করোনায় মৃত্যুবরণকারী ৪ জন মহানগর এলাকায় এবং ৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
চিকিৎসকরা বলছেন, হাসপাতালে রোগীর চাপ কমেছে মানে এ নয় যে- সংক্রমণ কমে গেছে। সাধারণ মানুষ করোনা টেস্ট করাতে তেমন একটা আগ্রহ প্রকাশ করছেন না। তাই সংক্রমণ বাড়লেও বিরাট একটি অংশ হিসেবের বাইরে থেকে যাচ্ছে।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বলেন, মানুষের প্রয়োজনে বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। তবে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। তা না হলে আবারও সংক্রমণ বাড়ার শঙ্কা তৈরি হবে।
Discussion about this post