হার্টবিট ডেস্ক
অ্যানেসথেসিওলজি বিভাগের জুনিয়র কনস্যালটেন্ট পদে ৬ষ্ঠ গ্রেডে ৪০৯ জনকে সুপারিশ করে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ।
রোববার (২২ আগস্ট) বিপিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) ও যুগ্মসচিব নূর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘৬ষ্ঠ গ্রেডে জুনিয়র কনস্যালটেন্ট (অ্যানেসথেসিওলজি) পদে নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক গৃহীত নিয়োগ পরীক্ষার ভিত্তিতে বিদ্যমান বিধিবিধান অনুসরণ করে উল্লেখিত রেজিস্ট্রেশন নম্বরের প্রার্থীদের মেধাক্রম অনুসারে কমিশন কর্তৃক সাময়িকভাবে সুপারিশ প্রদান করা হলো।’
এতে আরও বলা হয়, ‘প্রার্থী কর্তৃক আবেদনপত্রের সাথে প্রদত্ত তথ্য, ডকুমেন্টস, সনদ ইত্যাদি বিজ্ঞপ্তির শর্ত এবং আবেদনপত্রে প্রদত্ত অঙ্গীকারনামার ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক প্রার্থীদের এই শর্তে সাময়িকভাবে সুপারিশ করা হলো যে, নিয়োগের পূর্বে নিয়োগকারী কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীর সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাইপূর্বক নিশ্চিত হয়ে চূড়ান্ত নিয়োগ প্রদান করবে।’
বিপিএসসির সাময়িকভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের পরবর্তীতে কোনো যোগ্যতার বা কাগজপত্রের ঘাটতি ধরা পড়লে অথবা দুর্নীতি বা সনদ জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে, অসত্য তথ প্রদান করলে বা কোনো উল্লেখযোগ্য ভুল-ত্রুটি পাওয়া গেলে সেই প্রার্থীর সাময়িক সুপারিশ বাতিল করতে পারবে। একইসঙ্গে প্রয়োজনে প্রার্থীকে ফৌজদারি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Discussion about this post