হার্টবিট ডেস্ক
চলমান ডেঙ্গু সংকটে শিশু আক্রান্তের হার আশঙ্কাজনক। গত এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশু হাসপাতালে ভর্তি হয়েছে ৯৩ শিশু। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি রয়েছে ৭৬ শিশু এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছে ১২ শিশু।
রোববার (২২ আগস্ট) ঢাকা শিশু হাসপাতালের রোগতত্ত্ববিদ ডা. কিংকর ঘোষ স্বাক্ষরিত হাসপাতালের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে ভর্তি হয়েছে ১১ শিশু। এর আগের ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে সাত শিশু।
চলতি বছর জানুয়ারি থেকে ২২ আগস্ট পর্যন্ত মোট ৩৬৫ শিশু এ হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে আগস্টের ২০ দিনে ভর্তি হয়েছে ২৪৪ শিশু। জুলাই মাসে ভর্তি হয়েছে ১০৪ শিশু।
এছাড়াও এখন পর্যন্ত হাসপাতালটিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয় জনের মৃত্যুর কথা প্রতিবেদনে জানানো হয়েছে।
Discussion about this post