হার্টবিট ডেস্ক
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকার দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষারতদের বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদফতর। এখন থেকে অপেক্ষারতরা এসএমএস না পেলেও টিকাকার্ড দেখিয়েই দ্বিতীয় ডোজের টিকা নিতে পারবেন।
আজ সোমবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) পরিচালক ডা. মিজানুর রহমান বলেন, এসএমএস চলে যাওয়ার কথা এতদিনে। তারপরও যদি কেউ না পায় তাহলে টিকা কেন্দ্রে গিয়ে কার্ড দেখালেই দ্বিতীয় ডোজ দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ৭ ফেব্রুয়ারি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত এবং ভারতে উৎপাদিত করোনা প্রতিরোধী টিকা দিয়েই বাংলাদেশে টিকাদান কার্যক্রম শুরু হয়। তবে মাঝপথে টিকা রফতানি বন্ধ করায় ১৫ লাখ ২১ হাজার ৯৪৭ জন দ্বিতীয় ডোজ থেকে বাদ পড়েছিলেন।
Discussion about this post