হার্টবিট ডেস্ক
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের গরিব ও অসহায় হৃরোগীদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে তিন কোটি ২৯ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে। এর মাধ্যমে হাসপাতালটিতে আসা রোগীদের বিনামূল্যে হার্টের ভাল্ভ, স্টেন্ট ও পেসমেকার বিতরণ করা হবে।
গত ১৭ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর গাজী লিপি স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী সদয় হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে আসা গরিব রোগীদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য ১৫০টি ভাল্ভ, ১৫০ স্টেন্ট ও ১০০টি পেসমেকার ক্রয়ের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এককালীন তিন কোটি উনত্রিশ লাখ টাকা মঞ্জুর করা হয়েছে।’
এ অবস্থায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের অনুকূলে প্রস্তুত করা আর্থিক অনুদানের চেক নং-৯৮২৩৬১৩ প্রধানমন্ত্রী কার্যালয় হতে সংগ্রহ করার জন্য (রেভিনিউ স্ট্যাম্পযুক্ত প্রাপ্তি স্বীকারপত্রে) নির্দেশক্রমে অনুরোধ করা হয়।
পরে অনুদানের চেকটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। এই সময় উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন, ডা. জুলফিকার লেনিন, ডা. আশ্রাফুল হক সিয়াম প্রমুখ।
Discussion about this post