হার্টবিট ডেস্ক
জাপান থেকে আরও সাত লাখ ৮১ হাজার এস্ট্রোজেনেকার টিকা আসছে দেশে। শুক্রবার (২০ আগস্ট) টিকা বহনকারী একটি ফ্লাইট জাপান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়ার এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাস দিয়ে তিনি জানান ‘জাপান থেকে আরও সাত লাখ ৮১ হাজার এস্ট্রোজেনেকার টিকা ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।’
আগামীকাল শনিবার (২১ আগস্ট) বিকেলের মধ্যে এ টিকা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে বলে আশা করেন তিনি।
এর আগে গত ২ আগস্ট জাপান থেকে কোভ্যাক্সের আওতায় ছয় লাখ ১৬ হাজার ৭৮০ টিকার তৃতীয় চালান আসে। ৩১ জুলাই সাত লাখ ৮১ হাজার ৩২০ টিকার দ্বিতীয় চালান আসে। আর গত ২৪ জুলাই জাপান থেকে দুই লাখ ৪৫ হাজার ২০০ টিকার প্রথম চালান ঢাকায় আসে।
প্রসঙ্গত, জাপান বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে।
Discussion about this post