হার্টবিট ডেস্ক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৭৫ জন মৃত্যুবরণ করেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৭১৯ জনে। এ সময় আরও ৭ হাজার ২৪৮ জনের দেহে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে।
আজ বুধবার (১৮ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৭২১টি করোনা পরীক্ষাগারে ৪২ হাজার ১১১টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে মোট ৪১ হাজার ১৪ একটি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ লাখ ২১ হাজার ৮২৮টি। পরীক্ষায় আরও সাত হাজার ২৪৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছেন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৪০ হাজার ৬৪৪ জনে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একদিনে মৃত ১৭২ জনের মধ্যে পুরুষ ৯৪ জন ও নারী ৭৮ জন। তাঁদের মধ্যে ১২৭ জন সরকারি, ৪২ জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়, তিন জন বাড়িতে মৃত্যুবরণ করেছেন। মৃতদের মধ্যে এখন পর্যন্ত মোট ১৬ হাজার ২৪৩ জন পুরুষ (৬৫.৭১ ভাগ) ও আট হাজার ৪৭৬ জন নারী (৩৪.২৯ ভাগ) রয়েছেন।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১২ হাজার ১১২ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল ১৩ লাখ ২৭ হাজার ২৮ জনে।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শতকরা ১৭ দশমিক ৬৭ ভাগ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৯১ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ১১ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৭২ ভাগ।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে দশোর্ধ্ব দুইজন, বিশোর্ধ্ব চারজন, ত্রিশোর্ধ্ব সাতজন, চল্লিশোর্ধ্ব ২০ জন, পঞ্চাশোর্ধ্ব ৩৪ জন এবং ষাটোর্ধ্ব ১০৫জন রয়েছেন। মৃতদের মধ্যে ঢাকায় ৬৭ জন, চট্টগ্রামে ৪৭ জন, রাজশাহীতে আটজন, খুলনায় ১৬ জন, বরিশালে পাঁচজন, সিলেটে ১৫ জন, রংপুরে চারজন ও ময়মনসিংহে ১০ জন রয়েছেন।
Discussion about this post