হার্টবিট ডেস্ক
করোনা মোকাবিলায় বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশপ্রাপ্ত চিকিৎসকদের দ্রুত নিয়োগ দিতে সুপারিশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।
মঙ্গলবার (১৭ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ১০তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে কমিটির সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, মুহিবুর রহমান মানিক, মো. মনসুর রহমান, মো. আব্দুল আজিজ, সৈয়দা জাকিয়া নুর এবং মো. আমিরুল আলম মিলন বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠক শেষে কমিটির সদস্য আমিরুল আলম মিলন গণমাধ্যমকে বলেন, ‘এখন বিশ্বজুড়েই করোনার ভয়াবহ থাবা চলছে। বাংলাদেশেও দিন দিন করোনা বাড়ছে। তাই পিএসসির সুপারিশ করা চিকিৎসকদের যত দ্রুত সম্ভব নিয়োগের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।’
Discussion about this post