হার্টবিট ডেস্ক
প্রাণঘাতী করোনাভাইরাস পরবর্তী জটিলতা ও প্যানক্রিয়াটাইটিসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন চট্টগ্রাম মেডিকেলের (চমেক) হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. সন্দীপন দাশ।
গতকাল সোমবার (১৬ আগস্ট) চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর।
ইম্পেরিয়াল হাসপাতালের অ্যাকাডেমিক কো-অর্ডিনেটর ড. একেএম আরিফ উদ্দিন বলেন, “মাল্টি অরগান ফেইলিওর হওয়ায় তার মৃত্যু হয়েছে।”
ডা. সন্দীপন চমেকের ২৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি গত বছরের জুলাইয়ে করোনাভাইরাসে আক্রান্ত হন। পরে করোনা থেকে সুস্থতা লাভ করলেও করোনা পরবর্তী জটিলতায় ভুগছিলেন।কিডনি জটিলতার পাশাপাশি শরীরে সোডিয়াম ঘাটতি, মস্তিষ্কের স্নায়ুর কার্যকারিতা হ্রাস পাওয়া, ডায়াবেটিকসসহ বেশকিছু জটিলতায় ভুগছিলেন।
সন্দীপন দাশ মা, বাবা, চিকিৎসক স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
জনস্বাস্থ্য অধিকার সংরক্ষণ কমিটি, চট্টগ্রামের সদস্য সচিব ডা. সুশান্ত বড়ুয়া বলেন, ‘ডা. সন্দীপনের মতো একজন রোগীবান্ধব কার্ডিওলজিস্টের মৃত্যুতে চট্টগ্রামের চিকিৎসা অঙ্গনে অপূরণীয় ক্ষতি হলো। তিনি অনেক গরিব রোগীকে বিনা ফি তে চিকিৎসা করতেন। তিনি ছিলেন একজন মানবিক চিকিৎসক।’
Discussion about this post