হার্টবিট ডেস্ক
নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস।
এ উপলক্ষে রোববার (১৫ আগস্ট) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কলেজ প্রশাসন ভবনসহ অন্যান্য ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় কালো ব্যাজ ধারণ করা হয়।
বৈশ্বিক মহামারি করোনা প্রাদুর্ভাবের কারণে সামাজিক দূরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি মেনে সাড়ে ৮টা আয়োজন করা হয় শোক র্যালির। এতে নেতৃত্ব দেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
এরপর চমেক শিক্ষক সমিতি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম নার্সিং কলেজ, নার্সেস এসোসিয়েশন, তৃতীয় ও চতুর্থ শ্রেণী সরকারী কর্মচারী সমিতিসহ অন্যান্য প্রতিষ্ঠান এবং পেশাজীবী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের সকল শহিদের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
সকাল ৯টায় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর অনুষ্ঠিত হয় ভার্চুয়াল আলোচনা সভা। এর শুরুতে বঙ্গবন্ধুর ওপর তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
চমেক অধ্যক্ষ ডা. অধ্যাপক সাহেনা আক্তারের সভাপতিত্বে ও ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মোহাম্মদ মনোয়ার উল হকের সঞ্চালনায় সভায় আলোচক হিসেবে যুক্ত ছিলেন মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক সুযত পাল, সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আনোয়ারুল হক, গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. শর্মিলা বড়ুয়া, নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. এস. এম. নোমান খালেদ চৌধুরী, সহকারী অধ্যাপক ডা. মো. রবিউল করিম।
সভায় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রণয় কুমার দত্ত বক্তব্য রাখেন। এ সময় বঙ্গবন্ধুকে নিয়ে রচিত কবিতা আবৃত্তি করেন ফার্মাকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মাসুদ রানা ও মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষক ডা. সাবরিনা শারমিন।
বেলা ১২টায় জাতির পিতা ও তার পরিবারের শহীদ সদস্যসহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন খতম করা হয়। খতমে কোরআন শেষে বাদ জোহর বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যসহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর নিকট প্রার্থনা করা হয়।
এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতির জন্য দোয়া করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। মুনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা কামাল হোসাইন।
দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল সন্ধানী, চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখায় স্বেচ্ছায় রক্তদান, রক্তপরিসঞ্চালন বিভাগে বিনামূল্যে স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ শনাক্তকরণ। এ ছাড়াও থ্যালাসেমিয়া রোগীদের বিনামূল্যে রক্ত সরবরাহ, প্যাথলজি বিভাগে বিনামূল্যে রোগ নির্ণয় সেবা কার্যক্রম চলমান রয়েছে।
Discussion about this post