হার্টবিট ডেস্ক
দেশেই করোনার ভ্যাকসিন উৎপাদনে চীনের সিনোফার্মের সাথে চুক্তি করেছে সরকার। এই চুক্তির ফলে চীনের সিনোফার্মের ভ্যাকসিন উৎপাদন করবে ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড।
সিনোফার্মের সাথে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের মধ্যে এই ত্রিপক্ষীয় চুক্তি হয়।
রাজধানীর মহাখালিতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান-বিসিপিএস’এ আনুষ্ঠানিক চুক্তি সাক্ষর হয়। এই চুক্তির পরই দেশে সিনোফার্মের করোনার ভ্যাকসিন উৎপাদনের কার্যক্রম শুরু হবে।
সংশ্লিষ্টরা বলছেন, মূলত ‘বাল্ক’ এনে এদেশে তা রিফিল বা ফিল ফিনিস করবে দেশের ওষুধ উৎপাদকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড। তবে চীনের সিনোফার্মের ভ্যাকসিন এদেশে কী পরিমাণ উৎপাদন হবে, তা নির্ভর করছে সিনোফার্ম কী পরিমাণ ‘বাল্ক’ সরবরাহ করবে তার ওপরে।
চুক্তিতে স্বাক্ষর করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, চীনের রাষ্ট্রদূত মি. লি জিমিং এবং ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, টিকা উৎপাদনে মাস তিনেক সময় প্রয়োজন বলে জানিয়েছে ইনসেপ্টা। ইনসেপ্টার অনেক সক্ষমতা। যদি ১০ ডোজের ভায়াল হয়, তারা চার কোটি ডোজ মাসে তৈরি করতে পারবে। আর যদি ভায়াল ছোট হয় তাহলে আরও কম হবে।
সোমবার (১৬ আগস্ট) রাজধানীর বিসিপিএস মিলনায়তনে সিনোফার্মের টিকা যৌথ উৎপাদনের চুক্তির পর সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
তিনি আরও বলেন, আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম কবে নাগাদ উৎপাদন করতে পারবে। আমাদের জানিয়েছেন মাস তিনেকের মধ্যে করতে পারবেন। কারণ, ইনসেপ্টার প্রস্তুতির বিষয় আছে। চীন থেকে বাল্ক আনতে হবে, সব মিলিয়ে এ সময় লাগতে পারে। তার আগেও হতে পারে কিংবা একটু বেশি সময় লাগতে পারে।
টিকার মূল্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, দামের বিষয় এখনও নির্ধারণ করা হয়নি। যখন উৎপাদনে যাবে তখন আলোচনা করে একটা দাম নির্ধারণ করা হবে। বাইরে থেকে আনতে যে দাম প্রয়োজন হয়, তার থেকে অবশ্যই কম পড়বে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মােমেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মােমেন, চীনের রাষ্ট্রদূত মি. লি জিমিং, ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাে. মাহবুবুর রহমান, ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লােকমান হােসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মােহাম্মদ খুরশীদ আলম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শােকের এ মাসে বাংলাদেশে কোভিড ভ্যাকসিন উৎপাদনের ক্ষেত্রে এক নতুন দিক উন্মোচিত হলাে। এই চুক্তির মধ্য দিয়ে দ্রুতই ইনসেপ্টা ভ্যাকসিন লি. সিনোফার্মের ভ্যাকসিন উৎপাদন শুরু করবে।
Discussion about this post