হার্টবিট ডেস্ক
নানা আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের ঘোষণা দিয়েছে চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। সংগঠনটির মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস স্মরণে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন নিম্নোক্ত কর্মসূচি গ্রহণ করেছে।’
১৫ আগস্ট সকাল ছয়টায় বিএমএ ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন এবং একই সাথে কালো পতাকা উত্তোলন, দুপুর আড়াই টার দিকে কলোব্যাজ ধারন ও ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। দুপুর তিনটার দিকে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে বনানী কবরস্থানের উদ্দেশ্য যাত্রা ও বনানী কবরস্থানে শায়িত ৭৫’এর ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ সকল শহীদের কবরে পুস্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ। বিকেল সোয়া পাঁচটার দিকে বিএমএ ভবনে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান।
Discussion about this post