হার্টবিট ডেস্ক
খুলনার সরকারি-বেসরকারি পাঁচটি করোনা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। গত চার মাসের মধ্যে খুলনায় এটাই সর্বনিম্ন মৃত্যু। ১২ আগস্ট সকাল ৮টা পর্যন্ত খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই রোগীর মৃত্যু হয়।
অন্যদিকে খুলনার পাঁচটি করোনা হাসপাতালে রোগী না থাকায় ৫৭ ভাগ বেড খালি রয়েছে। খুলনার ৫টি হাসপাতালে করোনা রোগীর চিকিৎসার জন্য ৫৬৫টি বেড রয়েছে। কিন্তু ১২ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ভর্তি রয়েছেন ২৪৬ জন। আর আইসিইউতে ৫০ বেডের ৯টি খালি রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নড়াইলের লোহাগড়ার এক রোগীর মৃত্যু হয়েছে। ২০০ বেডের এ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১৯ জন। যার মধ্যে রেড জোনে ৪৬ জন, ইয়ালো জোনে ৪০ জন, আইসিইউতে ২০ জন এবং এইচডিইউতে ১৩ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২২ জন।
খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিট মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোনও রোগী মারা যাননি। ৪৫ বেডের এ হাসপাতালে ভর্তি আছেন ৩১ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন আট জন।
খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোনও রোগী মারা যাননি। ৮০ বেডের এ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২০ জন। তার মধ্যে ৯ জন পুরুষ আর ১১ জন নারী। গত ২৪ ঘণ্টায় ৫ জন রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত জন।
খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনও রোগীর মৃত্যু হয়নি। ৯০ বেডের এ হাসপাতালে ৪৫ জন ভর্তি রয়েছেন। আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ১০ এবং এইচডিইউতে দুই জন। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন চার জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আট রোগী।
গাজী মেডিক্যাল হাসপাতালের ডা. গাজী মিজানুর রহমান বলেন, একদিনে হাসপাতালের করোনা ইউনিটে কোনও রোগী মারা যাননি। ১৫০ বেডের এ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩১ জন। আইসিইউতে আছেন তিন এবং এইচডিইউতে চার জন চিকিৎসা নিচ্ছেন।
Discussion about this post