হার্টবিট ডেস্ক
চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা আক্রান্ত নয় জন মারা গেছেন। তাদের মধ্যে আট জনই বিভিন্ন উপজেলার বাসিন্দা। নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্তের হার কিছুটা কমেছে। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৫৮৯ জনের।চট্টগ্রামে মোট করোনা শনাক্তের সংখ্যা ৯৩ হাজার ২৩৪ জনে দাঁড়ালো। এর মধ্যে ৬৮ হাজার ৬৭৪ জন চট্টগ্রাম নগরীর। বাকি ২৪ হাজার ৩৪১ করোনা রোগী বিভিন্ন উপজেলার বাসিন্দা।
জেলায় এখন পর্যন্ত করোনায় এক হাজার ১০৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৬৪০ জন চট্টগ্রাম নগরীর, বাকি ৪৬৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১১টি ল্যাবে দুই হাজার ৮৮৩টি নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে করোনা শনাক্ত হয় ৫৮৯ জনের। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৮২টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৯০৮টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪২৪টি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৪০টি এবং আরটিআরএল ল্যাবে ২৩টি নমুনা পরীক্ষা করা হয়।
চবি ল্যাবে ১০৪, বিআইটিআইডি ল্যাবে ৭৬, চমেক ল্যাবে ১২৮, সিভাসু ল্যাবে ৮৩ ও আরটিআরএল ল্যাবে ১১ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া এদিন ৩৬০টি অ্যান্টিজেন পরীক্ষায় ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে।
বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ১২০টি নমুনা পরীক্ষায় ৪১, শেভরন হাসপাতাল ল্যাবে ৩৩৭টি নমুনা পরীক্ষায় ১৯, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ২৫টি নমুনা পরীক্ষায় নয় এবং ইপিক হেলথ কেয়ারে ১১২টি নমুনা পরীক্ষায় ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালে চট্টগ্রামের ৫২টি নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।
Discussion about this post