হার্টবিট ডেস্ক
দেশে দিন দিন ডেঙ্গুর সংক্রমণ পরিস্থিতি অবনতি ঘটছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ২২৬ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রয়েছে ২১১ জন এবং সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে আরও ১৫ জন রোগী ভর্তি হয়েছেন।
আজ মঙ্গলবার (১০ আগস্ট) সারাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২২৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আক্রান্ত রোগীদের ২১১ জনই ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৯১৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। ভর্তি রোগীর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮৫২ জন ও ঢাকার বাহিরের বিভিন্ন হাসপাতালে ৬৩ জন চিকিৎসা নিচ্ছেন।
এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সর্বমোট আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল চার হাজার ৯৭৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার হাজার ৪৬ জন।
এ পর্যন্ত ডেঙ্গু সন্দেহে ১৮ জনের মৃত্যুর তথ্য সরকারের রোগ নিয়ন্ত্রণ, রোগতত্ত্ব ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।
প্রতিবছর বর্ষাকালে রাজধানীসহ দেশের বড় বড় শহরগুলোতে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০১৯ এ ডেঙ্গু জ্বরে প্রায় ৩০০ মানুষের মৃত্যু হয়েছিল। আক্রান্ত হয়েছিল এক লাখ একহাজার ৩৫৪ জন।
Discussion about this post