হার্টবিট ডেস্ক
চট্টগ্রাম মেডিকেল কলেজের এমবিবিএস ২০২০-২১ সেশনের প্রথম বর্ষের (৬৩ ব্যাচ) শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। এ বছর ২০২০-২০২১ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ২২৮ জন শিক্ষার্থী ভর্তি হন।
রোববার (৮ আগস্ট) সকাল ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজের জুম প্লাটফর্মে অনুষ্ঠিত ২০২০-২০২১ সেশনের প্রথম বর্ষের (৬৩ ব্যাচ) ক্লাশ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. ইসমাইল খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম হুমায়ুন কবীর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (শিক্ষা) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির।
অনুষ্ঠানের সভাপতি হিসেবে ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাহেনা আক্তার। এসময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রথম বর্ষের চমেক ৬৩ ব্যাচের নবীন শিক্ষার্থীরা ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালক ছিলেন নিউরোসার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. রবিউল করিম।
এ সময় চট্টগ্রাম মেডিকেল কলেজের ইতিহাস ঐতিহ্য এবং কলেজের প্রসপেক্টাস ও কারিকুলাম মাল্টিমিডিয়া প্রদর্শন করেন ইউরোলজি বিভাগের প্রধান ডা.মোহাম্মদ মনোয়ার উল হক।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনাটমি বিভাগের প্রধান ডা. মো. আশরাফুজ্জান, ফিজিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মমতাজ বেগম, বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. হাফিজুল ইসলাম, কোভিড-১৯ ভ্যাকসিনেশন কাযক্রমের ফোকাল পার্সন ডা. অজয় কুমার ঘোষ প্রমুখ।
অনুষ্ঠানে আরও যুক্ত ছিলেন মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. সুযত পাল, সার্জারি বিভাগের প্রধান আনোয়ারুল হক, গাইনোকোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. শর্মিলা বড়ুয়াসহ সকল বিভাগীয় প্রধান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও অন্যান্য শিক্ষকবৃন্দ।
Discussion about this post