হার্টবিট ডেস্ক
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭ জন। আর করোনা শনাক্ত হয়েছেন এক হাজার ১১৪ জন। শনাক্তের হার প্রায় ২৯ দশমিক ৪৯ শতাংশ।
শুক্রবার (৬ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এর আগে গত ২৭ জুলাই একদিনে সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয়েছিল।
জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১১ টি ও কক্সবাজারের একটি ল্যাবে তিন হাজার ৭৭৭ জনের নমুনা পরীক্ষা করে এক হাজার ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ৭১২ জন ও বিভিন্ন উপজেলার ৪০২ জন রয়েছেন।
উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে- লোহাগাড়ার ২৬ জন, সাতকানিয়ার ১১ জন, বাঁশখালীর ৩৩ জন, আনোয়ারার ৩৮ জন, চন্দনাইশের ২৪, পটিয়ার তিনজন, বোয়ালখালীর ১৮ জন, রাঙ্গুনিয়ার ২২ জন, রাউজানের ৫৩ জন, ফটিকছড়িতে ৪১ জন, হাটহাজারীর ৮৯ জন, সীতাকুণ্ডের ১৯ জন, মিরসরাইয়ের ১০ জন ও সন্দ্বীপের ১৫ জন রয়েছেন।
চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৮৮ হাজার ৬৬০ জন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৬৫ হাজার ৮১২ জন। আর বিভিন্ন উপজেলার ২২ হাজার ৮৪৮ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে ১৭ জন মারা গেছেন। মারা যাওয়া আটজন নগরের বাসিন্দা, বাকি নয়জন নগরের বাইরের বাসিন্দা। এ পর্যন্ত মোট এক হাজার ৩৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬০৮ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৪২৮ জন।
Discussion about this post