হার্টবিট ডেস্ক
অন্তঃসত্ত্বা নারী এবং দুধ পান করানো এবং সদ্য মা হওয়া নারীদের করোনাভাইরাস প্রতিরোধক টিকা দিতে সুপারিশ করেছে জাতীয় টিকা পরামর্শক কমিটি (ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ)।
আজ সোমবার (২ আগস্ট) এ সিদ্ধান্ত দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ গঠিত এ কমিটি। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন কমিটির অন্যতম সদস্য ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বে-নজীর আহমেদ।
তিনি বলেন, ‘আমাদের কাছে সরকার টিকা নিয়ে নানা পরামর্শ চায়। আমরা পরামর্শ দিই। এরই ধারাবাহিকতায় আজ গর্ভবর্তী এবং দুধ পান করাচ্ছেন এমন মায়েদের টিকা দেওয়ার সুপারিশ করা হলো।’
অধ্যাপক ডা. বেনজীর আহমেদ আরও বলেন,‘স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সংগঠন অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) চায়, টিকা দেওয়া হোক। তাদের সংগঠনের সভাপতিও এসেছিলেন আমাদের সভায়। তিনি একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে গর্ভবতী ও দুধপান করানো মায়েদের টিকার ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিভিন্ন দেশের অবস্থান তুলে ধরেন। তার আলোকে আমরা মত দিয়েছি, গর্ভবতী এবং সদ্য মা এমন নারীদের করোনার টিকা দেওয়া যাবে। এখন এটা সরকারের সিদ্ধান্তের বিষয় তারা টিকা দেবেন কিনা’ ।
Discussion about this post