হার্টবিট ডেস্ক
এক সপ্তাহের মধ্যে এক কোটি মানুষকে করোনা ভ্যাকসিন দেয়া হবে।
জাতীয় পরিচয়পত্র না থাকলেও বিশেষ ব্যবস্থায় দেয়া হবে বয়স্কদের টিকা।
আজ রবিবার (১লা আগস্ট) রাজধানীতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এসময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন ‘আগামী ৭ তারিখ থেকে দেশের প্রতিটি ইউনিয়নে করোনার টিকা দেয়া হবে। যারা বয়স্ক, তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হবে। কারণ, তারাই সবচেয়ে বেশি মৃত্যু ঝুঁকিতে রয়েছে। তারা যদি নিবন্ধন না করতে পারে বা জাতীয় পরিচয়পত্র নাও থাকে তবুও আমরা বিশেষ ব্যবস্থায় তাদের টিকা দিব। যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমতি দেয় তাহলে আমরা আগামীতে গর্ভবতী মায়েদেরকেও করোনার টিকা দিব।’
এর আগে, ১৮ বছরের বেশি অথচ এনআইডি কার্ড নেই, তাদের বিশেষভাবে নিবন্ধন করে টিকা দেয়া শুরু হবে ৭ই আগস্ট। শনিবার মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন শাখার উপসচিব মোহাম্মদ রেজাউল করিম সাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়।
এদিকে, ৭ আগস্ট থেকে সারা দেশে ১৬ হাজার ১৫৩টি টিকাকেন্দ্রের মাধ্যমে কোভিড টিকার ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ৭ আগস্ট থেকে সারা দেশে কোভিড টিকার ক্যাম্পেইন পরিচালনার জন্য বিশদ পরিকল্পনা করেছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি- ইপিআই। এই ক্যাম্পেইন চলার সময় কেন্দ্রে সাথে সাথে নিবন্ধন করে টিকা দেওয়া হবে। পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে টানা তিন দিন টিকা দেওয়া হবে। সকাল ৮ টা থেকে শুরু করে ৩টা পর্যন্ত একেকদিন ২০০ ডোজ করে টিকা দেয়া হবে।
Discussion about this post