হার্টবিট ডেস্ক
চীন থেকে সিনোফার্মের আরও ৩০ লাখ ডোজ করোনার টিকা আসছে।
আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) দিবাগত রাতে সিনোফার্মের ৩০ লাখ ডোজ টিকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। টিকা গুলো বহন করবে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের তিনটি ফ্লাইট।
বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ এ খবর নিশ্চিত করেছেন।
ডা. শাহরিয়ার সাজ্জাদ জানান, ‘চীন থেকে সিনোফার্মের টিকা নিয়ে বৃহস্পতিবার রাত সোয়া ১০টা, দিবাগত রাত সোয়া ১টা ও রাত সোয়া ৪টায় টিকা পৌঁছানোর কথা রয়েছে।’
চীন ১২ মে ৫ লাখ টিকা বাংলাদেশকে প্রথমবারের মত উপহার হিসেবে দেয়। এরপর ১৯ মে সরকার চীনের সিনোফার্মের তৈরি সার্স-কোভ-টু ভ্যাকসিন ক্রয়ের নীতিগত অনুমোদন দেয়।
এর আগে গত ৮ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই টিকা ব্যবহারে অনুমোদন দিয়েছিল।
Discussion about this post