হার্টবিট ডেস্ক
দীর্ঘ আলোচনা পর্যালোচনার পর প্রসূতি মায়েদের করোনা টিকার আওতায় আনার চিন্তা করছে স্বাস্থ্য অধিদফতর। এ বিষয়ে সম্মতি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ন্যাশনাল ইমুনাইজেশন টেকনিক্যাল কমিটির পরামর্শ নিয়ে শিগগিরই প্রসূতিদের টিকা কার্যক্রম শুরু করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সোমবার (২৬ জুলাই) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বিষয়টি গণমাধ্যমকে জানান। তিনি বলেন, ‘প্রসূতিদের টিকার বিষয়টি নিয়ে আমরা গতকাল স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি বিষয়টিতে সম্মতি জানিয়েছেন।’
ডা: খুরশীদ আলম বলেন, ‘এ বিষয়টি নিয়ে স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সংগঠন অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকলিজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ আমাদের কাছে একটি আবেদন করেছে। তারা সেখানে বিভিন্ন দেশের উদাহরণ দিয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনো এ বিষয়টির অনুমোদন দেয়নি। বিভিন্ন দেশ নিজেদের ইচ্ছা বা প্রটোকল অনুযায়ী প্রসূতি মায়েদের টিকা দিচ্ছে।’
তিনি আরও বলেন, ‘প্রসূতিদের টিকা দেওয়ার ব্যাপারে আমরা ইতিবাচক। আমাদের জাতীয় কারিগরি কমিটি যদি বলে, তাহলে আমরা কার্যক্রম শুরু করে দেব। আমরা পুরোপুরি প্রস্তুত রয়েছি। এই মুহূর্তে আমরা কারিগরি কমিটির পরামর্শের অপেক্ষায় রয়েছি। আশা করছি, শিগগিরই আমরা এই কার্যক্রম শুরু করতে পারব।’
স্বাস্থ্য মহাপরিচালক বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী আমাদের বলেছেন, প্রসূতিদের টিকা দেওয়া যেতে পারে। তবে এটি দেখেশুনে খুব সতর্কভাবে করতে হবে । যেন কোনো ধরনের জটিলতা দেখা না দেয়। যারা নিতে চায় তারা যেন স্বেচ্ছায় নেয়। কাউকে জোর করে টিকা দেওয়া যাবে না। ’
খোঁজ নিয়ে জানা গেছে, করোনায় আক্রান্ত হয়েছেন এমন প্রসূতি মায়েদের মৃত্যুহার বাংলাদেশে দিনদিন বাড়ছে। গত ১০ দিনে রাজধানীর বিভিন্ন হাসপাতালে করোনায় আক্রান্ত ১০ জন প্রসূতির মৃত্যু হয়েছে।
এ অবস্থায় শিগগিরই প্রসূতিদের টিকার আওতায় আনার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, প্রসূতিদের ক্ষেত্রে শুধু টিকার অনুমোদন নয়, টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকারও দিতে হবে।
Discussion about this post