হার্টবিট ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এমফিল, এমএমইডি, ডিপ্লোমা ও এমপিএইচ কোর্সের জুলাই ২০২১ সেশনের পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হয়েছে।
আজ বুধবার (২৮ জুলাই) বিএসএমএমইউর পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইফতেখার আলম স্বাক্ষরিত এক নোটিসে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘মহামারী করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধিজনিত কারণে স্বাস্থ্য বিধি অনুসরণ করে জুলাই-২০২১ সেশনের এমডি/এমএস রেসিডেন্সি প্রোগ্রাম ফেইজ-এ ও বি পরীক্ষার প্রস্তাবিত সময়সূচি নিম্নে উল্লেখ করা হলো।’
এমডি/এমএস রেসিডেন্সি ফেইজ-এ ও বি লিখিত পরীক্ষাসমূহের (মেডিসিন, সার্জারি, পেডিয়াট্রিকস এবং ডেন্টাল অনুষদ) আগামী ১৭ ও ১৮ আগস্ট সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বেসিক সাইন্স অ্যান্ড প্যারাক্লিনিক্যাল সাইন্স অনুষদের এমডি ও এমএস ফেইজ-এ ও বি লিখিত পরীক্ষাসমূহ ২১ থেকে ২৬ আগস্ট নয়টা থেকে সাড়ে বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এতে আরও বলা হয়েছে, ‘নন-রেসিডেন্সি এমডি/এমএস, এমফিল, এমএমইডি এবং ডিপ্লোমা পরীক্ষাসমূহ মহামারী করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধিজনিত কারণে স্বাস্থ্যবিধি অনুসরণ করে ইতোপূর্বে ঘোষিত সময়সূচি সংশোধনপূর্বক নিম্নে সম্ভাব্য সময়সূচি উল্লেখ করা হলো।’
নন-রেসিডেন্সি এমডি/এমএস, এমফিল, এমএমইডি এবং ডিপ্লোমা পরীক্ষা আগামী চার সেপ্টেম্বর থেকে নয় সেপ্টেম্বর নয়টা থেকে সাড়ে বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
নোটিসে বলা হয়েছে, ‘উপরোক্ত কোর্সেসমূহের ওপস, ওরাল, প্রাক্টিক্যাল, ক্লিনিক্যাল পরীক্ষাসমূহ শেষ হওয়ার পর সেপ্টেম্বর ও অক্টোবর-২০২১ অনুষ্ঠিত হবে, যা পরবর্তীতে পৃথক নোটিশের মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হবে।’
‘উপরোল্লিখিত কোর্সসমূহের বিষয় ও পত্রভিত্তিক লিখিত পরীক্ষার সময়সূচি শীঘ্রই নোটিশের মাধ্যমে অবহিত করা হবে’ বলেও নোটিসে জানানো হয়েছে।
Discussion about this post