হার্টবিট ডেস্ক
ব্রাজিলে কোভিডে আক্রান্ত হয়ে গর্ভবতী নারীদের মৃত্যু উদ্বেগজনকভাবে বেড়েছে। চলতি বছরেই ১ হাজারের বেশি গর্ভবতী নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে।
লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। আক্রান্তের ও মৃত্যুর দিক দিয়ে তালিকায় বিশ্বে তৃতীয় অবস্থানে এই দেশটি।
খবরে বলা হয়েছে, গত সাত মাসেই দেশটিতে ১ হাজারের বেশি গর্ভবতী নারীর মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালের নবজাতক ইউনিটে অপরিপক্ব ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর সংখ্যাও বাড়ছে।
মারা যাওয়া প্রতি পাঁচজন নারীর একজনের ভাগ্যে আইসিইউ জোটেনি। প্রতি তিনজনের একজন নারী মারা গেছেন ভেন্টিলেটরের অভাবে। আইসিইউতে ভর্তি হয়েও মৃত্যুর হাত থেকে মুক্তি মেলেনি অনেকেরই। আইসিইউতে করোনা আক্রান্ত গর্ভবতী নারীর মৃত্যুর হার ৩৯ শতাংশ বলে জানা গেছে।
বিবিসি জানিয়েছে, এ পর্যন্ত ১৮০ জন গর্ভবতী আইসিইউতে চিকিৎসা নিয়েছেন। মৃত্যুর হার ৫ শতাংশ।
এমন পরিস্থিতিতে দেশটির নারীদের গর্ভধারণ থেকে কিছুদিন বিরত থাকার অনুরোধ জানিয়েছে দেশটির চিকিৎসকরা। ফলে মা ও শিশুর মৃত্যু হার কমবে বলে মনে করছেন তারা।
Discussion about this post