হার্টবিট ডেস্ক
ঈদুল আজহার পর চট্টগ্রামে আবারও করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। সর্বশেষ গত রবিবার ৮০১ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।যা নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩৮ দশমিক ৫৪ শতাংশ। এরআগে (শনিবার) চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয় ৩০১ জন। অর্থাৎ একদিনে ব্যবধানে নতুন শনাক্ত হয়েছে ৫০০ জন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত রবিবার চট্টগ্রামে ২ হাজার ৭৮টি নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্তদের মধ্যে মহানগর এলাকায় ৪৬৯জন এবং উপজেলা এলাকায় ৩৩২ জন। এইদিন উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে হাটহাজারী উপজেলায় ৬৬ জন। এছাড়া রাঙ্গুনিয়া উপজেলায় ৩৮ জন, বোয়ালখালী উপজেলায় ৩৭ জন, পটিয়া উপজেলায় ৩৬ করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে ৭ জন বিভিন্ন উপজেলার এবং ৪ জন মহানগর এলাকার বাসিন্দা।
আজ সোমবার সকাল পর্যন্ত (গত ২৪ ঘন্টায়) নতুন করে ৮৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট ৭৬ হাজার ৩২৬ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে ৫৭ হাজার ৫৮৯ জন চট্টগ্রাম নগরীর। বাকি ১৮ হাজার ৭৩৭ জন বিভিন্ন উপজেলার।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৯টি ল্যাবে দুই হাজার ২৮২টি নমুনা পরীক্ষায় ৮০১ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ১১৯টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২৩৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বিআইটিআইডি ল্যাবে ৫৩জন, চমেক ল্যাবে ১১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া এদিন এক হাজার ৪৪টি অ্যান্টিজেন পরীক্ষায় ৩৪৪ জনের করোনা শনাক্ত হয়।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ঈদের পর সংক্রমণ আবারও ঊর্ধ্বমুখী পরিলক্ষিত হচ্ছে। প্রায় প্রতিদিনই শনাক্তের পরিমাণ বাড়ছে। এই অবস্থায় সাধারণ মানুষের আরও সচেতন হওয়া জরুরি।
Discussion about this post