হার্টবিট ডেস্ক
করোনায় আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যু আবারও ২০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২২৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আর গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের সংখ্যাও ১১ হাজার ছাড়িয়েছে চারদিন পর। গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্ত হয়েছেন ১১ হাজার ২৯১ জন।
এর আগে গত ২০ জুলাই ১১ হাজার ৫৭৯ জন শনাক্তের তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর। ওই সময়ই ঈদের ছুটি শুরু হয়। ঢাকা ছেড়ে মানুষ গ্রামমুখী হয়। ফলে যেমন করোনার নমুনা সংগ্রহ কমতে থাকে তেমনি কমে যায়, নমুনা পরীক্ষার সংখ্যাও।
২১ জুলাই অধিদফতর জানায়, আগের ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৯৭৯টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন সাত হাজার ৬১৪ জন। ২২ জুলাই ১১ হাজার ৪৮৬টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয় তিন হাজার ৬৯৭ জন। ২৩ জুলাই ২০ হাজার ৪৯৩টি নমুনা পরীক্ষায় শনাক্তের সংখ্যা ছিল ছয় হাজার ৩৬৪ জন। গতকাল ২৪ জুলাই ২০ হাজার ৮২৭ নমুনা পরীক্ষায় ছয় হাজার ৭৮০ জন শনাক্তের তথ্য জানায় অধিদফতর। আর আজ রবিবার (২৫ জুলাই) জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৭ হাজার ৯৭২টি আর পরীক্ষা হয়েছে ৩৭ হাজার ৬৮৭টি। এতে শনাক্ত হয়েছেন ১১ হাজার ২৯১ জন।
Discussion about this post