হার্টবিট ডেস্ক
করোনায় খুলনা বিভাগের ১০ জেলায় মৃত্যু ও শনাক্তের হার আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় বিভাগে ৪৫ জনের মৃত্যু হয়েছে। একইসময় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ২৭৮ জনের।
রোববার (২৫ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। বাকিদের মধ্যে খুলনায় ১১ জন, বাগেরহাটে দুজন, সাতক্ষীরায় একজন, যশোরে ছয়জন, নড়াইলে একজন, মাগুরায় তিনজন, ঝিনাইদহে দুজন, চুয়াডাঙ্গায় একজন ও মেহেরপুরে তিনজনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায়। করোনা সংক্রমণের শুরু থেকে রোববার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৮৭ হাজার ৬২ জন। এদের মধ্যে মারা গেছেন ২ হাজার ১৭১ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ হাজার ৩২৮ জন।
এর আগে শনিবার (২৪ জুলাই) বিভাগে ৩৩ জনের মৃত্যু ও ২৪৯ জনের করোনা শনাক্ত হয়েছিল।
Discussion about this post