হার্টবিট ডেস্ক
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৭৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৬৩ জনে।আর একই সময়ে ১৬ জনের মৃত্যু হয়েছে।
২১ জুলাই সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।
বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১০ জন এবং করোনা ওয়ার্ডে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পটুয়াখালীতে দুইজন, পিরোজপুরে একজন, বরগুনায় দুইজন ও ঝালকাঠিতে একজনসহ মোট ৬ জন করোনা রোগীর মৃত্যু শনাক্ত হয়েছে। যা নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩৯৯ জনে দাঁড়িয়েছে।
তিনি জানান, মোট আক্রান্ত ২৭ হাজার ৬৬৩ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ হাজার ৩৮২ জন।
আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন সর্বোচ্চ ৯০ জন নিয়ে মোট ১১ হাজার ৭৪৭ জন, পটুয়াখালীতে নতুন ৪০ জন নিয়ে মোট ৩ হাজার ৪৩২ জন, ভোলায় নতুন ৪৫ জনসহ মোট ২ হাজার ৭৫৭ জন, পিরোজপুরে নতুন ৫৮ জনসহ মোট ৩ হাজার ৮২৫ জন, বরগুনায় নতুন তিনজন নিয়ে মোট আক্রান্ত ২ হাজার ৩৭৪ জন এবং ঝালকাঠিতে নতুন ৩৮ জন শনাক্ত নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫২৮ জন।
শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, এ পর্যন্ত শুধু শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৬৯০ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ২৫৯ জনের মৃত্যু হয়েছে।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (বুধবার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ২১ জন ও করোনা ওয়ার্ডে ১৪ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ৩২ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ১১৬ জন করোনা ওয়ার্ডে এবং ১৮৬ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ১৮৯ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে ৪৬ দশমিক ৮০ শতাংশ পজিটিভ শনাক্তের হার।
Discussion about this post