হার্টবিট ডেস্ক
মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) আঘাতে সংক্রমণ ও মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে সারা দেশে আরও ২২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ হাজার ৮৯৪ জনে।
এদিকে, ছয় দিন পর আগের দিন সংক্রমণ নেমে এসেছিল ৯ হাজারের নিচে। এরপর একদিনে সংক্রমণ ফের ১১ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে ১১ হাজার ৫৭৮ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট সংক্রমণ ছাড়িয়ে গেল ১১ লাখ।
রোববার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ড. নাসিমা সুলতানার সই করা কোভিড সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬৩৮টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা হয়েছে। এসব ল্যাবে ৩৯ হাজার ২০৪টি নমুনা সংগ্রহ করে আগের দিনের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ৩৯ হাজার ৮০৬টি নমুনা। নমুনা পরীক্ষা আগের দিনের চেয়ে কিছুটা বাড়লেও আর আগের ছয় দিনের চেয়ে কম। ওই ছয় দিনের প্রতিদিনিই ৪০ হাজারের বেশি নমুনা পরীক্ষা হয়েছে। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা হলো ৭২ লাখ ৫৫ হাজার ৩৮৭টি।
গত ২৪ ঘণ্টার সংক্রমণসহ দেশে মোট করোনা সংক্রমণ দাঁড়াল ১১ লাখ ৩ হাজার ৯৮৯ জনে। গত ৯ জুলাই দেশে করোনা সংক্রমণ ছাড়িয়েছিল ১০ লাখ। সে হিসাবে এরপর মাত্র ৯ দিনেই দেশে আরও এক লাখ মানুষের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হলো।
নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণ কিছুটা বেশি বেড়ে যাওয়ায় গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৯ দশমিক ০৯ শতাংশ। আর এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ২২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় যারা করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ১২৩ জন, নারী ১০২ জন। তাদের মধ্যে ১৩ জন বাসায় ও বাকি ২১২ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ১৮০ জন, বেসরকারি হাসপাতালে ৩২ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের বয়সভিত্তিক তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ১৩৩ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এর মধ্যে শতবর্ষী রয়েছেন এক জন, দুই জনের বয়স ৯১ থেকে ১০০, ১৩ জনের বয়স ৮১ থেকে ৯০, ৩৫ জনের বয়স ৭১ থেকে ৮০ ও ৬৪ জনের বয়স ৬১ থেকে ৭০। এর বাইরে ৫১ থেকে ৬০ বছর বয়সী ৫২ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৩১ জন ও ৩১ থেকে ৪০ বছর বয়সী ১৬ জন মারা গেছেন। এছাড়া ২১ থেকে ৩০ বছর বয়সী সাত জন, ১১ থেকে ২০ বছর বয়সী তিন জন এবং ১০ বছরে কম বয়সী এক শিশু গত ২৪ ঘণ্টায় মারা গেছেন করোনা সংক্রমণ নিয়ে।
বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬০ জন মারা গেছেন ঢাকা বিভাগে, দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। তৃতীয় সর্বোচ্চ ৪০ জন চট্টগ্রাম বিভাগে ও চতুর্থ সর্বোচ্চ ২০ জন মারা গেছেন রাজশাহী বিভাগে। এছাড়া সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে ১৪ জন করে এবং বরিশাল বিভাগে ৯ জন করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন গত ২৪ ঘণ্টায়।
Discussion about this post