হার্টবিট ডেস্ক
গতকাল রাতে চীনের সিনোফার্মের কাছ থেকে কেনা ২০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে। দুই চালানে এসেছে টিকাগুলো। এ নিয়ে সিনোফার্মের মোট ৪০ লাখ ডোজ টিকা দেশে এলো।
শনিবার রাত ১১টা ৩৫ মিনিটে টিকা বহনকারী প্রথম বিমানটি অবতরণ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এরপর রাত ৩টায় অবতরণ করে দ্বিতীয় বিমানটি। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও লাইন ডাইরেক্টর ড. মো. শামসুল হক এ তথ্য জানান ।
তিনি জানান, প্রথম চালানের ১০ লাখের পর শনিবার দিবাগত রাত ৩টায় আরেকটি বিশেষ ফ্লাইটে আরও ১০ লাখ ডোজ টিকা এসেছে।
চুক্তি অনুযায়ী, তিন মাসের মধ্যে সিনোফার্ম থেকে মোট দেড় কোটি ডোজ টিকা দেশে আসবে।
১২ মে সিনোফার্মের তৈরি পাঁচ লাখ টিকা উপহার হিসেবে বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় ১৩ জুন আসে ছয় লাখ ডোজ টিকা। সেটিও আসে উপহার হিসেবে। সব মিলিয়ে ১১ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে চীন। উপহার হিসেবে আরও ১০ লাখ ডোজ টিকা দেওয়ার কথা আছে।
Discussion about this post