হার্টবিট ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জোর কূটনৈতিক প্রচেষ্টায় দেশে করোনার ভ্যাকসিনের সংকট কেটে গেছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এক বছরের মধ্যে দেশে জনগোষ্ঠীর বড় অংশকে ভ্যাকসিন দেওয়া সম্পন্ন হবে বলেও জানান তিনি।
বুধবার (১৪ জুলাই) নগরীর পাঠানটুলীতে করোনায় কর্মহীন সাতশ’ মানুষের মাঝে সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপমন্ত্রী নওফেল একথা জানান। নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য কাউন্সিলর মো. জাবেদের পক্ষ থেকে এ সহায়তা বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী নওফেল বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের বিভিন্ন দেশে যোগাযোগ করে কোটির ঊর্ধ্বে ভ্যাকসিন সংগ্রহ করে ফেলেছেন। এর ফলে ভ্যাকসিন নিয়ে দেশে যে সংকট ছিল প্রধানমন্ত্রীর জোর কূটনৈতিক প্রচেষ্টায় সেটা কেটে গেছে। প্রধানমন্ত্রী জানেন, ঘরের কর্মক্ষম লোকটা যদি মারা যায়, তাহলে সেই পরিবারের কি দুর্দশা হবে। এরপরও বৈশ্বিক সংকটের কারণে আমরা অনেক জীবন বাঁচাতে পারিনি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর চাওয়া হচ্ছে, আর একটি জীবনও যেন হারিয়ে না যায়। সেজন্য তিনি দ্রুত ভ্যাকসিনের ব্যবস্থা করছেন।’
আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে দেশের বেশিরভাগ মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে তিনি আশা প্রকাশ করছেন।
কঠোর বিধিনিষেধ শিথিলের প্রসঙ্গে উপমন্ত্রী বলেন, ‘পবিত্র ঈদুল আজহার কথা চিন্তা করে বিধিনিষেধ শিথিল করা হয়েছে। তাই বলে কেউ যদি স্বাস্থ্যবিধি না মানেন, তাহলে করোনা মোকাবিলা সরকারের এক প্রচেষ্টায় করা সম্ভব হবে না। আমরা যদি নিজেরা সচেতন হই, স্বাস্থ্যবিধি মেনে চলি, তবেই করোনা নিয়ন্ত্রণে আসবে। ভ্যাকসিন নিতে হবে এবং স্বাস্থ্যবিধি মানতে হবে- এর বিকল্প নেই।’
নগরীর পাঠানটুলী ওয়ার্ড কাউন্সিলর মো. জাবেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপ-কমিটির সদস্য আরশেদুল আলম বাচ্চু, নগর কমিটির সদস্য দোস্ত মোহাম্মদ, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, ডবলমুরিং থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হায়দার।
Discussion about this post